thesmo in chuti rabindronath tagore - TheSMO.in

ছুটি – রবীন্দ্রনাথ ঠাকুর

ছুটি – রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি, ও ভাই, আজ আমাদের ছুটি।। কী করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন্‌ বনে যাই, কোন্‌ মাঠে যে ছুটে বেড়াই, সকল ছেলে জুটি।। কেয়াপাতায় নৌকো গড়ে’ সাজিয়ে দেব ফুলে, তালদিঘিতে ভাসিয়ে দেবো, চলবে দুলে দুলে। রাখাল ছেলের সঙ্গে ধেনু চরাব…

Read More